সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
চট্টগ্রামের পটিয়া আলোচিত ডিভাইস তথ্য প্রযুক্তি মামলায় ৩ মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন পটিয়ার দুই সাবেক ছাত্রলীগ নেতা। তারা হলেন, বৃহত্তর পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও উপজেলা আওয়ামী যুবলীগ নেতা ডিএম জমির উদ্দিন ও উপজেলা যুবলীগ সাবেক সহ-সম্পাদক ও সাবেক ছাএনেতা সাইফুল ইসলাম সাইফু (২৪ জানুয়ারী) সোমবার জেল হাজত থেকে মুক্তি পান। পরে একই দিন রাত ৯টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম তাৎক্ষণিক কারামুক্ত দুই সাবেক ছাত্রনেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করেন। এসময় শত শত আওয়ামীলীগ, যুবলীগ, ছাএলীগ,নেতা উপস্থিত ছিলেন। তার মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা একেএম আবদুল মতিন চৌধুরী, বৃহত্তর পটিয়া উপজেলা আ’লীগ সাবেক সভাপতি ও উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমদ, উপজেলা আ’লীগ নেতা শাহজাহান চৌধুরী, মোঃ জসিম উদ্দিন, আবুল মনসুর ভুলু, আজিজুল হক মানিক, উজ্জল দে, হাসান, সাইফুদ্দিন ভোলা, নজরুল ইসলাম, ওবাইদুল্লাহ, সাইফুল ইসলাম জুয়েল, তৌহিদুল ইসলাম জুয়েল, জামশেদ, আনোয়ার হোসেন, খোরশেদ, ইকবাল।এ সময় নেতৃবৃন্দরা বলেন, মামলা- হামলা, নির্যাতন চালিয়ে বঙ্গবন্ধু’র আদর্শে’র সৈনিকদের ধমিয়ে রাখা যাবে না। দলের ভিতরে থাকা সুযোগ সন্ধানী বর্ণচোরা আওয়ামীলীগকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দলের ত্যাগী নেতাকর্মীরা সকলে মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে এসব সকল অপকর্মের হোতাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহবান জানান।