হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার উন্নয়নের দাবির ক্যাম্পেইনের পাশাপাশি জেলার আর্ত মানবতার সেবায় ও কমিউনিটির উন্নয়নে নিবেদিত সামাজিক সংগঠন, ইউনিটি অব মৌলভীবাজার প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আজবধি নিষ্টা ও নিরলস ভাবে কাজ করে চলছে।
সংগঠনের আগামী দিনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে গত সোমবার সংগঠনের পি আর সির এক ভ্যাচুয়ালি সভা সংগঠনের উপদেষ্টা ৭১’এর বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ চৌধুরীর পরিচালনায় সফলভাবে সম্পন্ন হয়েছে। খবর বাপসনিউজ।
পি আর সির সভায় সর্বসম্মতিক্রমে সীদ্ধান্তে সংগঠনের সভাপতি আব্দুল মালিক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান কমরুর প্রস্তাব ক্রমে সংগঠনের আগামী দিনের কার্যক্রম পরিচালনা করার জন্য অন্তর্বর্তীকালীন আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে ।
সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে ইউনিটি অব মৌলভীবাজার এর আহব্বায়ক নিবাচিত,হয়েছেন বৃটেনের কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক এম মকিস মনসুর।
এই আহব্বায়ক কমিটির মাধ্যমে সংগঠনের সংবিধান প্রনয়ণ, ম্যাগাজিন প্রকাশনা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুন্দর এবং সম্মেলনের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি গঠনের জন্য চুড়ান্ত ভাবে কাজ চালিয়ে যাবার জন্য সভার সীদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় কমিউনিটি লিডার ও সমাজসেবক আব্দুল আহাদ চৌধুরী আহব্বায়ক কমিটির নাম ঘোষণা করেন। কমিটির
আহব্বায়ক হচ্ছেন এম মকিস মনসুর,
সম্মানিত সদস্যরা হচ্ছেন, সব এম এ মান্নান, এডভোকেট হারুনুর রশিদ, ইফতেখার উদ্দিন আহমদ,
আব্দুল আহাদ চৌধুরী, মুজিবুর রহমান জসিম,শেখ সালামত তালুকদার,ফারুক আহমদ,সৈয়দ সেলিম হক, ডি এইচ আহাদ,
নজরুল ইসলাম, রুহুল আমিন রুহেল,
আব্দুল মালিক, সৈয়দ শামীম আহমদ
কামরুজ্জামান কমরু, শেখ আব্দুর রউফ তালুকদার,
লিটন চৌধুরী, শফিকুর রহমান, আমজাদ হোসেন সানি,
আমিনুর রহমান কাবিদ,শামীম চৌধুরী, মুহিবুর রহমান
মামুন আহমদ, শাহাজাহান সিরাজ, রাসেল খান,
সেলিম আহমদ,তাজুল ইসলাম তাজ,
রাধা কান্ত ধর,নিয়াজ আহমদ লিটন, শাহীন চৌধুরী,
মোঃ মাহফুজ, শিবলু রহমান,হেলেন ইসলাম,
জিল্লুল চৌধুরী, সৈয়দ রোয়াজ আহমদ, এম এইচ রিংকু,
তোফায়েল খান তপু,সাদিকুর রহমান,
আকিকুল ইসলাম, ফয়ছল আহমদ,ও সায়ফুল হক খালেদ।
সভার সভাপতির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা ৭১’এর বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সভায় উপস্তিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ইউনিটি অব মৌলভীবাজার এর আগামীদিনের পথচলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।।