আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৬ জানুয়ারী) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্ষন্ত মধুপুর দৈনিক বাজারের নিজ অফিস প্রাঙ্গণে এই ভোট গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৯৯৪ সনে গঠিত হওয়া সমিতির মোট সদস্য সংখ্যা ১৭১জন। এর মধ্যে ৪জন মৃত্যুবরণ করায় মোট ভোট সংখ্যা ১৬৭টি। নির্বাচনে মোট ১৭জন প্রার্থী প্রতিদ্ধন্দিতা করছেন এর মধ্যে ১জন বিনাপ্রতিদ্ধন্দিতায় সহ মোট ৯জন বিজয়ী হবেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানান নির্বাচনে দ্বায়িত্বরত প্রিজাইটিং অফিসার উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা রুবেল মিয়া। ভোট চলাকালীন সময় নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সাবেক সংসদ সদস্য খন্দকার আনোয়ারুল হক, ৫নং ওয়ার্ড কাউন্সিলর বাবলু আকন্দ, শিল্প ও বণিক সমিতির উপদেষ্টা বিল্লাল হোসেন ফকির, বাংলাদেশ ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি আঃ সামাদ, মৎস্যজীবি লীগের সভাপতি আঃ হালিম, প্রেসক্লাব মধুপুর এর সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা, যুবলীগ নেতা খন্দকার শিমুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন মধুপুর থানার এস আই মামুনুর রশিদ সহ তার সঙ্গীয় পুলিশ সদস্যগন।