আবদুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টারঃ-
পটুয়াখালী জেলার দুমকি থানাধীন লেবুখালী টোল প্লাজার উত্তর পাশে ২৫/০১/২০২২ ইংরেজি তারিখ ২০:৩০ মিনিটের সময় থানা পুলিশ চেকপোস্ট পরিচালনা করেন এবং একটি নীল প্লাস্টিকের বায়ুরোধক জিপারের ব্যাগে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আনোয়ার হোসেন ও সোহাগ রানা নামের দুইজন আটক করেন।
অদ্য ইং ২৫/০১/২০২২ তারিখ ২০:৩০ ঘটিকার সময় এসআই (নিঃ)/ মো: কামরুল ইসলাম , সঙ্গীয় এসআই /সঞ্জীব কুমার, এসআই/উত্তম কুমার, এসআই/ সাকায়েত হোসেন, এএসআই/ রুবেল সহ দুমকি থানাধীন ২নং লেবুখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ টোল প্লাজার উত্তর পাশে চেকপোস্ট করাকালে আসামি ১।মোঃ আনোয়ার হোসেন মৃধা(৩৭), পিতা-মৃত সেকান্দার মৃধা, গ্রাম – কাছিপাড়া ২নং ওয়ার্ড , থানা- বাউফল, জেলা-পটুয়াখালী এর দখল হইতে একটি নীল প্লাস্টিকের বায়ুরোধক জিপারের ব্যাগে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ধৃত করেন। উল্লেখিত আসামিকে উক্ত ইয়াবা ট্যাবলেট আসামি ২। মোঃ সোহাগ রানা (৩২), পিতা- মোঃ আলমগীর হাওলাদার, গ্রাম- কালাইয়া ২ নং ওয়ার্ড, থানা- বাউফল ,জেলা- পটুয়াখালী এর নিকট দিবেন। পরবর্তীতে ১নং আসামীর তথ্য ও দেখানো মতে ২ নং আসামী কে চরগরবদী ফেরিঘাট হইতে ধৃত করেন। ধৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়া।