

এমরান হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে ২৩টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেছেন। জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দ নবনির্বাচিত এই চেয়ারম্যানদের শপথ গ্রহণ বাক্য পাঠ করান।
বুধবার (২৬ জানুয়ারি) সকাল১১টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, জেলা নির্বাচন কমিশন মুহাম্মদ নাজিম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরান হোসেন, রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তী চাকমা প্রমুখ।
প্রসঙ্গগত: তৃতীয় ও চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও রামগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ শপথ গ্রহণ করেন।