বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জয় এর পক্ষ থেকে এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করেন ছাত্রলীগ নেতা মারুফ


মোঃ আকাশউজ্জামান শেখ।
রামপাল-মোংলা, বাগেরহাট
প্রতিনিধি:
২৬ জানুয়ারি বুধবার খুলনা রুপসায় আবু হানিফা এতিমখানায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন করেন খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মারুফ হোসাইন।
এসময়ে উপস্থিথ ছিলেন ছাত্রনেত সবুজ গাইন,মিঠুন মন্ডল,ইমরান হোসাইন, আল-আমিন, আবুজার, সুরাজ মন্ডল,জয় মন্ডল,নীহার শেখ,তন্ময় তরফদার,সাইমুম, অমিও প্রমূখ।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মারুফ হোসাইন বলেন দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মানবিক কাজ করে যায়। তারই ধারাবাহিকতায় খুলনাতে এতিমদের মাঋে শীতবস্ত্র বিতরন করে মানবতার সেবায় সবসময় নিজেকে নিয়জিত রাখতে চাই..।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category