

নাদিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে চলছে অবৈধভাবে পুকুর খনন। কোথাও ফসলি জমি আবার কোথাও বাগান কেটে সাবাড় করে কাটা হচ্ছে অবৈধ ভাবে পুকুর। পরিবর্তন করা হচ্ছে মাটির ধরণ। মানছে না কেউ সরকারি নিয়ম কানুন। একাজের সাথে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেও উঠেছে অভিযোগ।
সরজমিনে গিয়ে দেখা গেছে, কানসাট-চৌডালা সড়কের পুস্কুনি নামক স্থানে অবৈধভাবে কাটা পুকুরের মাটি বহনকারী ট্রাক্টরের চাকার আঘাতে রাস্তার ধার কেটে গিয়ে রাস্তাটি হুমকির মুখে পড়েছে। সড়ক ও জনপথ বিভাগ মাইকিং করে সতর্ক করলেও ভূমিদস্যুদের বেপরোয়া কার্যক্রম অব্যাহত আছে। সড়ক ও জনপথ বিভাগ, চাঁপাইনবাবগঞ্জের কার্য্য সহকারী মোঃ শামসুল হক জানান, পুকুর খনন কারীরা নিষেধ না মানার কারণে মাটি কাটার জায়াগায় হাজির হয়ে এ ব্যাপারে সতর্ক হওয়ার জন্য কড়া নির্দেশ দেন।
এসময় তিনি জানান আপনারা আমাদের নির্দেশনা না মানলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।