

জাহাঙ্গীর আলম মানিক দামুড়হুদা চুয়াডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে আজ শুক্রবার (২৮) জানুয়ারি দুপুর ২ টা ৩০ মিনিটে ২০২২ নতুন বছরের নতুন আলো জয়রামপুর কলোনী পাড়া ইসলামী সমাজসেবা যুব সংগঠন -শুভ উদ্বোধন করা হয় ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এটা একটি সেবামূলক যুব সংগঠন। হাউলি ইউনিয়নের জয়রামপুর কলোনী পাড়া ঈদগাহ ময়দানে জয়রামপুর কলোনী পাড়া ইসলামী সমাজসেবা যবু সংগঠন ২৫ জন গরীব আসহায় মানুষের মাঝে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করে যাত্রা শুরু করেন এবং নতুন কার্যক্রম পরিচালনা করেন।
মাত্র ২০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করেন জয়রামপুর কলোনী পাড়া ইসলামী সমাজসেবা যবু সংগঠন সামাজিক উন্নয়ন এই সংগঠনের মূল লক্ষ্য। আলোর পথে যুবসমাজ সংগঠনের মূল লক্ষ্য হলো
অসহায়, হতদরিদ্র, নিপীড়িত, নির্যাতিত ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো ও সর্বোপরি সামাজিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সকল প্রকার সেবামূলক সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার জন্য সকলকে উদ্বুদ্ধ করা
জয়রামপুর কলোনী পাড়া ইসলামী সমাজসেবা যবু সংগঠনের উদ্দেশ্য হলোঃ
১/যুবক ও নারীদের সামাজিক উন্নয়ন মুলক কাজে উদ্বুদ্ধ করা।২/ মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকা এবং মাদকদ্রব্যের কুফল সম্পর্কে সমাজকে সচেতন করা।
৩/বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী কার্যক্রম।
৫/ নারীর অধিকার বাস্তবায়নে সক্রিয় ভূমিকায় নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা।
৬/ নারী শিশু ও যুবকদের কল্যাণে বিশেষ কর্মসূচি।৭/স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ক্যাম্প পরিচালনা করা।
৮/ নাগরিক দায়িত্ব বোধ জাগ্রত করার লক্ষ্যে।
আমরা যেন সমাজের এই কাজ সততার সাথে পালন করতে পারি ৷ তাই আসুন আমরা সবাই গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আল্লাহ যেন প্রত্যেককে সমাজ সেবার কাজে অংশ গ্রহন করার তৌফিক দান করেন।