

মোঃ এনামুল হক :
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ১১নং রাজৈ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বার মোঃমোস্তাফিজুর রহমান সজিব, ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করেন।
৬ষ্ঠ ধাপে নির্বাচন অনুষ্টিত হয়( ৩১শে জানুয়ারী ২০২২) রোজ-সোমবার,সকাল ৮ঃ০০ঘটিকায় ভোট গ্রহণ শুরু হয়। আর ভালুকা উপজেলা নির্বাচন হয় ইভিএম পদ্ধতিতে,সকাল থেকেই সাধারণ মানুষের ভিতরে ভোট দেওয়া নিয়ে ছিলো বেপক আমেজ,১১নং রাজৈ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ১০৭০জন।
সকাল থেকে ভোটাদের উপস্থিতি ছিলো ৯০শতাংশ,সাধারণ ভোটারদের কথা আমাদের সকলের নয়নের মনি,তারুণ্যের অহংকার, যাকে দিন-রাত সব সময় পাশে পাই সে আমাদের সকলের সহযোগিতা এগিয়ে আসে,বিগত পাচটি বছর তার সেবায় আমরা সবাই খুবই খুশি।
সারাদিন ধরে ভোট দিয়ে বিকেল পাঁচটায় ভোট গননা শেষ হলে মোস্তাফিজুর রহমান সজিব তালা প্রতিক নিয়ে পেয়েছেন ৯৯৮ভোট।তার প্রতিদ্বন্দ্বী মোরগ মার্কা নিয়ে পেয়েছেন মাএ ৮০ভোট।
ঘোষণা দেওয়ার সাথে সাথে মানুষের মাঝে খুশির আমেজ বিরাজমান শুরু হয়ে যায়,নির্বাচনে জয়ী হওয়ার পর ২য় বারের মতো জয়ী মেম্বার মোস্তাফিজুর রহমান সজিব বলেন, সাধারণ মানুষ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়ী করেছেন, আমি তাদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এবং ইতিমধ্যে এই ৪নং বাসীর কাছ থেকে আমি যে ভালো বাসা পেয়েছি তা কখনো ভুলে যাওয়ার মতো নয়, সকলেই আমার জন্য দোয়া ও সহযোগিতা করবেন আমি যেন আপনাদের পাশে থেকে আমার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে পারি,ইনশাআল্লাহ।