

এমরান হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় পুরস্কৃত করা হয়।
এতে অনুসন্ধানী সাংবাদিকতায় আবারো প্রথম হয়েছেন কালের কণ্ঠের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি কাজল কায়েস। তিনি জাতীয় দৈনিক ক্যাটাগরিতে প্রথম হন। ২০১৮ সালেও কাজল কায়েস অনুসন্ধানী সাংবাদিক হিসেবে প্রথম হয়েছিলেন।
কালের কণ্ঠ ছাড়াও কাজল কায়েস জাগো নিউজেরও প্রতিনিধি। তিনি লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সদস্য ও লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি।
কালের কণ্ঠে ‘৩৮ বছরেও সংকট কাটেনি রায়পুর ফিস হ্যাচারীর’ শিরোনামে একটি তথ্যবহুল সংবাদ প্রকাশ করায় এ বছর পুরস্কার পান।
এ উপলক্ষে সোমবার রাতে প্রেসক্লাবের প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ২ আসনের সাংসদ এড. নুর উদবদিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম( সেবা), জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভা মেয়র মোজাহিদ হায়দার মাসুম ভুঁইয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার মো ইমরান হোসেন, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জসিমউদদীনসহ অনেকে।
আয়োজকরা জানিয়েছেন, এ বছবর স্থানীয়, জাতীয় ও ইলেকট্রিকস মিডিয়ার মোট ১০ জন সাংবাদিককে এ পুরস্কার দেওয়া হয়।