

মোঃ এনামুল হক :
ময়মনসিংহের ভালুকায় ষষ্ঠ ধাপে ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের ভরডুবি হয়েছে, প্রচার প্রচারনায় বেশ দাপটের সাথে এগিয়ে থাকলেও ভোটের রিজাল্টে ভরাডুবি হয়েছে তাদের। ফলে ভালুকা উপজেলার ১১টি ইউনিয়নের একটিতেও জয় পায়নি বিদ্রোহীরা।
দলীয় ও তৃণমূল নেতাকর্মীরা দলের প্রতি ভালবাসা ও আনুগত্যের প্রকাশ ঘটিয়ে এই নির্বাচনে ১০টি ইউনিয়নেই নৌকার মার্কাকে জয়ী করেছে। আর ১টি মাত্র ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কায় জয়লাভ করেছে। সব মিলিয়ে ইউপি নির্বাচনের ফলাফল নিয়ে আওয়ামী শিবিরে বইছে বিজয়ের শ্লোগান।
আওয়ামীলীগের মনোনিত প্রার্থী নৌকা প্রতিক নিয়ে সব চেয়ে বেশী ভোটের ব্যবদানে বিজয়ী হয়েছেন ভালুকার শিল্প অঞ্চল হিসেবে খ্যাত জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পুরষ্কার প্রাপ্ত সাবেক চেয়ারম্যান ও তারুন্যের প্রতীক তোফায়েল আহম্মেদ বাচ্চু,করোনা কালে তিনি জনবহুল এই এলাকায় হবিরবাড়ীর মানুষের পাশে থেকে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার সাথে ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপন ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করেও ভোটের মাঠে ঘোরে দাঁড়াতে পারেননি ফলে তার নির্বাচনী রিজাল্টে ভরাডুবি ঘটে।ভরাডোবা ইউনিয়ন পরিষদেও তৃতীয় বারের মতো শাহ আলম তরফদার নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার সাথেও দলের আরেক বিদ্রোহী প্রার্থী মুস্তাফিতুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে পরাজিত হয়েছেন। কাচিনা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন নৌকা নিয়ে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার বিপক্ষে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে মাঠে থাকলেও শেষ ফল ঘরে আসনি তার ফলে ভরাডুবির কবলে পড়তে হয় তাকেও।
মল্লিকবাড়ী ইউনিয়নে আবারও তরুণ সমাজ সেবক আকরাম হোসেন নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার সাথে বিএনপি ঘেষা স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান সারোয়ার জাহান এমরান আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করলেও ভোটের রেজাল্টে পিছনে পড়তে হয় তাকেও । ডাকাতিয়া ইউনিয়নে এবারের নির্বাচনে চমক সৃস্টি করেছেন যুবনেতা হারুন অর রশিদ হারুন হেভী ওয়েট সাবেক দুই চেয়ারম্যানকে টপকিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন তিনি। দলের বিদ্রোহী প্রার্থী সাবেক নৌকার মনোনিত চেয়ারম্যান সাইফুল ইসলাম ও বিএনপির সাবেক চেয়ারম্যান আতিকুজ্জামান লস্করকে পরাজিত করেন তিনি।
ভালুকা সদর ইউনিয়নেও আবারও সিহাব আমীন খানের নৌকার বিজয় হয়েছে। এখানেও দলের বিদ্রোহী প্রার্থী আমান উল্লাহ খান মাখন আনারস প্রতীক নিয়ে পরাজিত হন। অবশেষে জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে ধীতপুর ইউনিয়নেও শারফুল খান নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন । এই ইউনিয়নে দলের বিদ্রোহী প্রার্থী হয়ে নিবাচিত সাবেক চেয়ারম্যান আশরাফুল হক এবং ইউনিয়ন আওয়ামীলীলীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম কামালের ভরাডুবি ঘটেছে। মেদুয়ারীতেও আবারও সাবেক চেয়ারম্যান জেসমিন নাহার রানী নৌকা নিয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন সাবেক চেয়ারম্যান মোনেন তালুকদার ।
উথুরাতে প্রতিপক্ষ ৮ প্রার্থীকে ডিঙ্গিয়ে এবার নৌকার বিজয় ছিনিয়ে আনলেন আরেক যুবনেতা নুরুল ইসলাম । রাজৈ ইউনিয়নে দলীয় কোন্দল মিটিয়ে আবারও জয়ের মালা পড়লেন নৌকার মাঝি নুরুল ইসলাম বাদশা।নৌকার এই জয়জয়কারের ভিরে সবার দৃষ্টি কেড়েছেন বীরুনিয়ার এক প্রতিভাবান যুবক শক্তিশালি স্বতন্ত্র ও নৌকার প্রাথীকে ছিটকে ফেলে এবার আনারস প্রতীক নিয়ে বিজয় পেয়েছেন শামছুল হোসাইন।
সোমবার ইভিএমে শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহন অনষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি নিদিষ্টি সময়ের পড়েও ভোটারদের উপস্থিতি থাকায় ভোট গ্রহন করতে হয় অনেক কেন্দ্রেই শান্তিপুর্ণ ভাবে ভোটাররা এবার ভোট দিতে পেয়ে খুব খুশি তারা।
ভোট গ্রহন শেষে ওই রাতে ভালুকা উপজেলা পরিষদ হলরুম মিলনায়তনে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন বিজয়ী প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন।
আনুষ্ঠানিক এই ফলাফল ঘোষণার অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসানসহ অন্যান্য নির্বাচনী কর্মকর্তা নব নির্বাচিত জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।