

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ-
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাংবাদিক প্রণব বড়ুয়াঅর্ণবকে পটিয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পটিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে চমেবি’র নতুন এ সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের কার্যকরি সভাপতি নুরুল ইসলাম,
সহ-সভাপতি এটিএম তোহা, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, যুগ্ম সম্পাদক
সেলিম চৌধুরী, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক শফিউল আজম, দপ্তর সম্পাদক রবিউল আলম ছোটন, কার্যকরি কমিটির সদস্য এসএমএকে জাহাঙ্গীর,
সদস্য এসএম নুর হোসেন, সাংবাদিক মহিউদ্দিন চৌধুরী, ওবায়দুল হক পিপলু ও
পটিয়া সংবাদপত্র হর্কাস সমিতির সভাপতি আসহাব উদ্দিন। পটিয়ার কৃতি সন্তান সাংবাদিক প্রণব বড়–য়া অর্পবকে চমেবি’র সিন্ডিকেট সদস্য মনোনীত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। প্রেসক্লাব কর্মকর্তাবৃন্দ আশা প্রকাশ করেন- চমেবি’র সিন্ডিকেট সদস্য প্রণব
বড়ুয়াসহ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সকলের সুযোগ্য পরিচালনায় এ
প্রতিষ্ঠান এতদ অঞ্চলে একটি খ্যাতিমান চিকিৎসা প্রতিষ্ঠানে পরিণত হবে।