

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব পটিয়া উপজেলার উদ্যােগে (৪ফেব্রুয়ারী শুক্রবার) সন্ধায় সংগঠনেড অস্থায়ী কার্যালয়ে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসানের সভাপতিত্বে ১০ম ডিনার সভা
অনুষ্টিত হয়। এপেক্সিয়ান মোঃ শহীদ এর পবিত্র কোরান তেলোয়াত পাঠ এর মাধ্যমে সভা শুরু হয়। সম্মিলিত ভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।ডিনার সভায় কনভোকেশন পাঠ করেন সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ অডিটর এপেক্সিয়ান মোঃ লিয়াকত আলী এবং এপেক্স আইডেল পাঠ করেন এপেক্সিয়ান মোরশেদুর রেজা। এতে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোহাম্মদ আলমগীর আলম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবু সাঈদ তালুকদার খোকন, মেম্বারশিপ ও অ্যাটেনডেন্স ডিরেক্টর এপেক্সিয়ান আব্দুল্লাহ ফারুক রবি, জেলার পাবলিক স্পিকিং ও ডিবেটিং ডিরেক্টর এপেক্সিয়ান মোরশেদ আলম, সার্জেন্ট এন্ড আরমস এপেক্সিয়ান ইব্রাহিম রানা সহ আরো উপস্থিত ছিলেন ফ্লোর মেম্বার এপেক্সিয়ান জসিমউদ্দিন, এপেক্সিয়ান সৈয়দ হোসাইন,এপেক্সিয়ান আরফাতুর রহমান,এপেক্সিয়ান রেখা দাশ, এপেক্সিয়ান আরিফ খান,এপেক্সিয়ান আরাফাতুর নুর প্রমুখ।
সভায় আগামী ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং ২৬ ফেব্রুয়ারী সংগঠন এর নিয়মিত মাসিক সেবা অনুষ্ঠান পটিয়া উপজেলার এক এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ করার এজেন্ডা সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সব শেষে সিনিয়র সহ-সভাপতি এপেক্সিয়ান আলমগীর আলম এর মায়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়।