

নিজস্ব সংবাদদাতা পটিয়াঃ-
গত ৪ ফেব্রুয়ারি ব্যাংকারদের সংগঠন ‘ইউনিটি অফ ব্যাংকার্স এসোসিয়েশনস’ এর উদ্যোগে সংগঠনের প্রথম বর্ষপূর্তি এবং পুনর্মিলনী অনুষ্ঠান পূর্ব নাসিরাবাদস্হ লিটল এশিয়াতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বহদ্দারহাট শাখার ব্যবস্হাপক এবং ব্যাংকের সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ ইসমাইল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সংগঠনের কার্যকরী পরিষদের প্রধান গাজী মোহাম্মদ জামাল উদ্দিন, মোঃ দেলোয়ার হোসেন, মোহাম্মদ সোহাইব উদ্দিন চৌধুরী, মোঃ ইরফানুল হক, মোঃ শাহজাহান, মোঃ ওসমান, মোঃ মফিজুর রহমান, মরিয়ম বেগম, পুলিন মজুমদার,মোঃ মাঈন উদ্দিন রাজীব, মোঃ সামাদ, মোঃ রবিউল হাসান প্রমূখ।
আগামী এক বছরের (২০২২) জন্য সদস্যদের ভোটাভোটির মাধ্যমে নির্বাচিত নতুন কার্যকরী পরিষদের দায়িত্ব পেলেন যথাক্রমে মোহাম্মদ ইরফানুল হক, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ মাঈন উদ্দিন রাজীব। উপদেষ্টা হিসেবে মনোনীত হলেন যথাক্রমে গাজী মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ সোহাইব উদ্দিন চৌধুরী।
অতিথিরা অনুষ্ঠানে উপস্হিত সংগঠনের সদস্যদের পরিবারের প্রত্যেক সদস্যদের হাতে পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গাজী মোহাম্মদ জামাল উদ্দিন।