
এমরান হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এক পুলিশ অফিসারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে।
অপপ্রচারের শিকার পুলিশ অফিসার মোঃ নজরুল ইসলাম সুমন। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এস আই হিসাবে কর্মরত।
পুলিশ অফিসার সুমন তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৬ নং লামচর ইউনিয়নের কালিকা পুর গ্রামের মোহম্মদীয়া বাজারে মোহাম্মদ উল্যার পাটোয়ারীর ক্রয়কৃত সম্পত্তি তার ওয়ারিশদের থেকে ক্রয় করেন।
মোহাম্মদ উল্যা পাটোয়ারীর ওয়ারিশরা এলাকায় না থাকার সুবাদে উক্ত সম্পত্তি দীর্ঘদিন থেকে রুহুল আমিন গংরা জবর দখল করে রাখে।
পুলিশ অফিসার সুৃমন তার ক্রয়কৃত সম্পত্তি দলিলের চৌহদ্দি মোতাবেক দখলে গেলে রুহুল আমিন, মৃত মোস্তফার ওয়ারিশ, নুর আলম গংরা সন্ত্রাসী হামলা করতে আসে।
পরবর্তীতে শালিশ বৈঠকে আপোস মিমাংসা করে পুলিশ অফিসার সুমনকে জমির একপাশে গর্ত জমি মেপে দিলেও তিনি শান্তি শৃঙ্খলার স্বার্থে মেনে নেন।
কিন্তু রুহুল আমিনের আপন ভাগনীরা নিজেদের মালিকানা দাবী করে উক্ত সম্পত্তিতেও বাধা প্রদান করে।
এলাকাবাসীদের মধ্যে ইমাম উদ্দিন বাবুল, আবু তাহের, হারুন জানান, পুলিশ সুমন বৈধ কাগজ পত্রে জমির মালিক। রুহুল আমিন গংরা জবর দখলকারী।
তারা অন্যর জমিন জবর দখল করে খায়। সুমনের সাথে অযথা বিরোধ করে আসছে।
এ ব্যপারে জানতে চাইলে পুলিশ অফিসার নজরুল ইসলাম সুমন জানান, আমি অপপ্রচারের শিকার, তারা আমার জমিন জবর দখল করে রেখেছে।
উল্টো সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে অপপ্রচার করিয়েছে।
স্থানীয় মুরুব্বি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল।
আমার কাগজ পত্র দেখে তারা যে সিদ্ধান্ত দিবেন আমি তা মেনে নিবো।