

রিপোর্টারঃসৈয়দ সালমান হোসেন:
টিনের চালা ও সিলিং কেটে মাদারীপুরের কালকিনি উপজেলার কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রায় নয় লক্ষ্য টাকার ১৫টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ কুদ্দুস বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে আজ সোমবার সকালে এ চুরির ঘটনার প্রতিবাদে বিদ্যালয় হলরুমে একটি প্রতিবাদ সভা করেছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ। তবে নৈশ্য প্রহরী থাকার পরেও এ চুরির ঘটনা রহস্য জনক বলে ধারনা করছেন স্থানীয় সচেতন মহল।
মামলা ও সরেজমিন সুত্রে জানা গেছে, উপজেলার কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্পের মাধ্যমে ওই বিদ্যালয়ে ১৭টি নতুন ল্যাপটপ প্রদান করা হয়। ওই ল্যাপটপ গুলো প্রধান শিক্ষকের রুমে রাখা হয়। কিন্তু গত রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান শিক্ষক আঃ কুদ্দুস তার রুমে ঢুকে ২টি ল্যাপটপ দেখতে পান। বাকি প্রায় নয় লক্ষ্য টাকার ১৫টি ল্যাপটপ তার রুমের টিনের চালা ও সিলিং কেটে একটি চোরচক্র নিয়ে যায়। এ চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ কুদ্দুস বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে এ চুরির ঘটনার প্রতিবাদে বিদ্যালয় হলরুমে একটি প্রতিবাদ সভা করেছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আঃ কুদ্দুস, শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, সুচরিতা রানী, মোঃ হাবিুবর রহমান, রীনা রানী, রেজাউল করি ও মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। তবে নৈশ্য প্রহরী মোঃ মিরাজ বেপারী থাকার পরেও এ চুরির ঘটনা রহস্য জনক বলে ধারনা করছেন স্থানীয় সচেতন মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সচেতন ব্যক্তি বলেন, বিদ্যালয়ে পাহাড়াদার থাকার পরও এমন চুরি মেনে নেয়া যায় না। এটা একটি রহস্য জনক ঘটনা বলে মনে হয়।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন বলেন, প্রশাসনের প্রতি আমাদের দাবী যাতে করে দ্রুত চোর সনাক্ত করে আমাদের ল্যাপটপ উদ্ধার করা হয়।
মামলার বাদী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ কুদ্দুস বলেন, আমাদের বিদ্যালয়ে কিছুদিন আগে নতুন ১৭টি ল্যাপটপ পেয়েছি। সেগুলো প্যাকেট অবস্থায় আমার রুমে রাখা হয়। কিন্তু নৈশ্য প্রহরী মোঃ মিরাজ বেপারী থাকার পরেও সেখান থেকে ১৫টি ল্যাপটপ চুরি হয়ে যায়। তাই আমি থানায় মামলা করেছি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল বলেন, বিদ্যালয়ে ল্যাপটপ চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারের যোর চেষ্টা চালাচ্ছি।