

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে ২০২১-২২অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্ম শালা অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষিসম্প্রসারণ হল রুমে বুধবার সকাল ১০ টা হতে এ প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা কৃষিকর্মকর্তা আল মামুন রাসেল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইপস্হিত ছিলেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মাহমুদুল হাসান। এ সময় কৃষিসম্প্রসারণ কর্মকর্তা শাকুরা নাম্নী , শাহরিয়া আক্তার রিভা সহ বিভিন্ন ব্লকের কৃষি কর্মকর্তবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে কৃষিতে সঠিক সময়ে সঠিক মাত্রায় সার, কীটনাশক সহ বিভিন্ন বালাই নাশক ব্যাবহার বিষয়ে আলোচনা করেন। তিনি জৈবসার তৈরী এবং জৈব সার কৃষিতে প্রয়োগের উপর গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন।
কৃষক প্রশিক্ষনে উপজেলার ৪ টি ইউনিয়নের মোট ৩০ জন কৃষক কৃষাণী অংশ গ্রহন করেন।