

রোকুনুজ্জামান খান, গাজীপুর:
কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহবুবুর রহমান বাবুল ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি…)।
০৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় হার্ট অ্যাটাকে ৫২ বছর বয়সী এই নেতা মারা যান। বৃহস্পতিবার সকালে দিঘীবাড়ি এলাকায় নামেজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
স্বজনরা জানান,উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রচারণায় গিয়েছিলেন তিনি। গাবতলী এলাকায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন।
সঙ্গে সঙ্গে স্থানীয় একটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। নামাজে জানাজায় এসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সাংসদ আকম মোজাম্মেল হক বলেন,তাঁর মতো সহজ-সরল সাহসী নেতাদের ত্যাগই আওয়ামী লীগের শক্তি। স্মৃতিচারণে বাবুলের নেতৃত্তের প্রশংসা করেন মন্ত্রী,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন ভূঁইয়া,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধাসহ আগত নেতৃবৃন্দ।
জহিরুদ্দিন মাস্টারের পুত্র মাহবুবুর রহমান বাবুল ১৯৮৬ সালে গাজীপুরের অন্যতম বিদ্যাপিঠ ভাওয়াল বদরে আলম কলেজ ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ।পরবর্তীতে জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিএনপি-জামাত শাসনামলেও সাহসীকতার সঙ্গে কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে মাঠ রাজনীতি চাঙ্গা রাখেন। ২০১৬ সাল থেকে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। ক্ষমতাসীন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকেও অত্যন্ত
সাদামাটা জীবন-যাপন করতেন তিনি।