

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বাংলাদেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকাতয় স্থান নির্ধারনে রবিবার ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মোঃ শাহ আলম সরদার বরগুনার আমতলী উপজেলা পরিদর্শন করেন। এ খবর পেয়ে ক্রীড়ামোদী মানুষের মাঝে দেখা দিয়েছে উচ্ছাস। তারা দ্রুত খেলার মাঠ নির্মাণের দাবী জানিয়েছেন।
জানাগেছে, স্বাধীনতার ৫১ বছরে বরগুনা জেলার আমতলী উপজেলায় কোন স্টেডিয়াম নির্মাণ করা হয়নি। উপজেলা শহরে খেলার মাঠ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়াম-শহর নির্মাণের উদ্যোগ নেন। ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মোঃ শাহ আলম সরদার বলেন, আমতলী এসে সরকারী খাস জমিতে স্টেডিয়াম নির্মাণে আমতলী পৌর শহরের পানি উন্নয়ন বোর্ড এবং পুরাতন লঞ্চঘাট এলাকা পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা ক্রীড়া একাডেমির সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ বশির তালুকদার, আমতলী ফুটবল একাডেমিতে সভাপতি মোঃ আমিনুল ইসলাম সোহেল তালুকদার ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন প্রমুখ।
বিশিষ্ট ক্রীড়ামোদী সোহেল তালুকদার বলেন, স্বাধীনতার ৫১ কছরে আমতলীতে কেউ স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়নি। এ স্টেডিয়াম নির্মাণ হলে উপজেলার ক্রীড়া প্রেমি ও যুবকদের খেলার মান উন্নত হবে ও তার ভীষণ উপকৃত হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, উপজেলায় স্টেডিয়াম নির্মাণে স্থান নির্ধারনে দুইটি এলাকা পরিদর্শন করা হয়েছে। উপযুক্ত স্থানেই মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।