

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-
পটিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড পোস্ট অফিস সংলগ্ন হাজী চান মিয়া সওঃ বাড়িতে দুর্বৃত্ত চুরের দল ঘরে তালা কেটে বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ১৪ ফেব্রুয়ারী রাত ১২ থেকে ৫ টার মধ্যে দুর্বৃত্ত চুরের দল বসতঘরের দুইটি তালা কেটে ফ্ল্যাটে থাকা তিনটি সিলিং ফ্যান, ৬টি বৈদ্যুতিক বাল্ব একটি গ্যাসের সিলিন্ডার ও গ্যাসের চুলা চুরি করে নিয়ে যায়। এ সংক্রান্ত বিষয়ে মৃত মোঃ ইউনুছ পুএ মোঃ মোরশেদ আলম বাদী হয়ে অজ্ঞাতনামা চুরের দলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুএে জানাযায়, প্রতিদিনের ন্যায় মোরশেদ আলম তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ে, ১৫ ফেব্রুয়ারী সকালে মোরশেদ ঘুম থেকে উঠে তাদের বিল্ডিংয়ে দ্বিতীয় তলার পশ্চিম পাশের ফ্ল্যাটর ঘরের দরজা খোলা ও দরজায় লাগানো দুইটি তালা কেটে দুর্ধর্ষ চুরের দল ঘরের বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায়। এব্যাপারে পটিয়া থানার এস আই পরেশ জানান, এসংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।