

মোঃখোরশেদ আলম ব্যুরো প্রধান:
কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। উপজেলা নির্বাহী অফিসার এসএম মঞ্জুরুল হকের সভাপতিত্বে উক্ত প্রদর্শণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসি আকতার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত পাল, নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল রিপন, কাউন্সিলর মোশারফ হোসেন প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন পশু-পাখি নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।