

আতিকুল ইসলাম পরান : গাজীপুর জেলার সংলগ্ন শ্রীপুর থানার অন্তর্গত রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুনিয়া গ্রামে পরিবার নিয়ে বসবাস করত মূহম্মদ মামুন নামের ২৪ বছরের একজন অসহায় যুবক কিন্তু উক্ত যুবকের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্নভাবে শত্রুতা পোষণ করে আসছে তার এক প্রতিবেশী যার নাম ফরিদুল।ফরিদুল প্রতিবেশি হওয়া সত্তেও সবসময় বিভন্ন বিষয় নিয়ে শত্রুতা পোষণ করত ফরিদুলের সাথে যা ছিল নিতান্ত অহেতুক আর এর ভয়াবহ রুপ নিয়ে আসে মামুনের জীবনে।ফরিদুল জানায় যে ফরিদুল তার দলবল নিয়ে তার বড়ভাই মাসুমকে বাড়ি থেকে রাস্তায় যাওয়ার পথে আটক করে এবং তাকে মারধোর করে আহত করে যখন তার ভাই মার খেয়ে আহত হয়েছিল তখন তার ডাক চিৎকার শোনে তার স্ত্রী ও তার ভাবী আসে তাকে রক্ষা করতে কিন্তু তাদেরকেও ফরিদুল আহত করে এবং তাদের সাথে থাকা স্মার্টফোন এবং ১ ভরি ওজনের চেইন ছিনিয়ে নেয় এবং তাদের বসতবাড়ি ভাংচুর করে।এখন এই মানুন তার পরিবার নিয়ে আতঙ্কে জীবন যাপন করছে