

সৈকত জোয়ারদার বাবু:
১৮ ই ফেব্রুয়ারী রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় ঐতিহ্যবাহী “শোভনছড়ি ফাউন্ডেশন” কতৃক আয়োজিত শোভনছড়ি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে মুজিব শতবর্ষ উপলক্ষে T-10 ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে ।
শোভনছড়ি ফাউন্ডেশনের সভাপতি মোঃ মোহাম্মদ মুন্না মাহমুদ এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রায়হান রুপু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জনাব আবুল বশর।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শোভনছড়ি উচ্চ বিদ্যালয়ের সাংগঠনিক কমিটির সভাপতি জনাব এম. নুরুল আলম নুরু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোভনছড়ি উচ্চ বিদ্যালয়ের সাংগঠনিক কমিটির সহ-সভাপতি জনাব মোহাম্মদ মহসিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোভনছড়ি ছায়নাীড় একতা সংঘের সভাপতি জনাব মন্জুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জনাব রাশেদুল্লাহ, সুয়াবিল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব পেয়ারুল ইসলাম তালুকদার এবং বিশিষ্ট সাংবাদিক জনাব সাইফুর রহমান সোহান।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন হাজী আব্দুল করিম স্মৃতি সংসদ ক্রিকেট একাদশ বনাম সুয়াবিল মোল্লা পাড়া ক্রিকেট একাদশ। খেলায় সুয়াবিল মোল্লা পাড়া ক্রিকেট একাদশকে ২ উইকেটে হারিয়েছে হাজি আব্দুল করিম স্মৃতি সংসদ ক্রিকেট একাদশ। খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন হাজী আব্দুল করিম স্মৃতি সংসদ ক্রিকেট একাদশের ক্রিকেটার মোরশেদ।
এতে উপস্থিত বক্তারা বলেন শারীরিক সুস্থতার জন্য এমন আয়জন দেখে খুব ভালো লাগছে। সামাজিক কাজের পাশাপাশি নিয়মিত শরীর চর্চা হলে দেহ মন দুটোই থাকে। তাই এমন উদ্যোগ নেওয়ার আয়জকদের ধন্যবাদ জানান বক্তারা।