

মোঃ বাবলু মল্লিক,কালিয়া (নড়াইল):
নড়াইল কালিয়া উপজেলার সি,এম,বি, ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, (বাগুডাঙ্গা) এর নব গঠিত
ম্যানেজিং কমিটির সভাপতি কাজী নাফিউল মজিদ সভাপতিত্বে শনিবার সি, এম,বি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে সভায় বক্তব্য রাখেন, এ,জি,এম ( অবঃ) বাংলাদেশ কৃষিব্যাংক, মল্লিক মিজানুল ইসলাম। উপস্থিত ছিলেন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মল্লিক মাহামুদুল ইসলাম, সাধারণ শিক্ষক সদস্য, মোল্লা এবাদত হোসেন, সাধারণ শিক্ষক সদস্য শমীর সিকদার, সংরক্ষিত মহিলা শিক্ষক, মোসাঃ শার্মিলা আক্তার, মহিলা সংরক্ষিত সদস্য মোসাঃ রাফেজা খাতুন, দাতা সদস্য, খান মফিজুর রহমান, অভিভাবক সদস্য, শেখ আশরাফুল আলম, অভিভাবক সদস্য, দিদারুল আলম, অভিভাবক সদস্য,ইকলাচ সিকদার, অভিভাবক সদস্য মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব, সি,এম, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এসময় বিদ্যালয়ের সভাপতি কাজী নাফিউল মাজিদ দ্বিতীয় বারের জন্য সভাপতি হওয়ায় বিদ্যালয়ে ছাত্র -ছাত্রী ও অভিভাবকরা অভিনন্দন জানান ও শিক্ষার মান উন্নয়নের করতে সকল ছাত্র-ছাত্রী দের প্রতি অভিভাবকদের দৃষ্টি রাখতে বলেন।
নবাগত স্কুল কমিটির সম্মতিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য, মল্লিক মাহামুদুল ইসলাম এর নাম প্রস্তাবে রেজুলেশন তৈরি করে ঘোষণা করে।