

রোকুনুজ্জামান খান, গাজীপুর:
গাজীপুর কাশিমপুর এলাকায় ডালাস সিটির ২৪নং প্লটের মালিক রাশেদা আক্তার তার বাড়ি ও জমি ফিরত চেয়ে মানববন্ধন করেন।
কুমিল্লার মুরাদনগরের মেয়ে রাশিদা আক্তার পিতার কষ্টে অর্জিত সারা জীবনের সম্বল জমানো অর্থ দিয়ে মাথা গুঁজানোর ঠাই নিতে একটুকরো জমি ক্রয় করেন গাজীপুর কাশিমপুরের ডালাস সিটিতে ২০১৫সালে,উক্ত জমিতে কয়েকটি রুম উঠিয়ে নিজ নামে বিদ্যুৎ সংযোগ নিয়ে নিয়মিতভাবে ভাড়া উত্তোলন করে আসছিলেন রাশিদা আক্তার।
এমন সময় ভূমিদস্যু হামিদ দেওয়ানের কুদৃষ্টি পড়ে এই জমির উপর। হঠাৎ দিনের আলোতে অন্ধকার নেমে আসে রাশিদার পরিবারের উপর,স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় রাশিদা কে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়ে দখল করে নেন রাশিদার নিজ দখলিয় জমি ও বাড়ি।
নিজের শেষ সম্বল জমি ও বাড়ি ফিরত চেয়ে
গত ১৯ ফেব্রুয়ারি মানববন্ধন করেন ভুক্তভোগী রাশিদা আক্তার
তিনি জানান আমি মোসা রাশিদা আক্তার স্বামী মোঃ শাহজালাল সাং বালীঘর থানা মুরাদনগর জেলা কুমিল্লা,আমি ২০১৫সালে ডালাস সিটির ২৪নং প্লটটি ক্রয় সুত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবত ভোগ দখল করিয়া আসিতেছে গত ২৪/০১/২০১৯ইং তারিখে রাতের আধারে স্থানীয় কিছু ব্যক্তির যোগসাজশে হামিদ দেওয়ান গং ১০/১৫ জন সন্ত্রাসী আমার ভোগ দখলকৃত প্লটটি দখল করে নেয়। বিষয়টি জানতে পেরে পরের দিন ২৫/০১/২০১৯ইং তারিখ সকালে প্লটটির কাছে এলে ১০/১৫ জন সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র (দা,কোদাল, চাপাতি)ইত্যাদি দিয়ে আমাকে বেধড়ক মারধর করে ও প্রাণনাশের হুমকি প্রদান করে এলাকা থেকে তাড়িয়ে দেয়। এবং আমার কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন, উক্ত সময়ে চাঁদা দিতে না পারায়, আমার দোকান ও ঘর জমি সহ দখল করে নেয়। এমতাবস্থায় আমার বাবা হার্ড স্ট্রোক করে মারা যায়। এতে আমি আরো ভেঙ্গে পড়ি। তখন আমি স্থানীয় ব্যক্তিবর্গের নিকট সাহায্য চাইল কেউ আমাকে সহযোগিতা করতে পারবে না বলে অস্বীকৃতি জানান। তখন আমি থানায় অভিযোগ করে আদালতে দ্বারস্থ হয়ে মামলা মোকদ্দমা করে আদালত থেকে দুটি রায় আমার পক্ষে পাই। কিন্তু আমি আমার জমির দখলে যেতে পারিনি স্থানীয় সন্ত্রাসী ও ভূমিদস্যু হামিদ দেওয়ানের ভয়ে। তাই আমি আমার জমি ফেরত চেয়ে আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রী ও দেশবাসীর সহযোগিতা কামনা করছি। আমি এই জমির জন্য আমার বাবাকে হারিয়েছি আমার জমি হারাতে চাইনা এটাই আমার শেষ সম্বল।
স্থানীয় ব্যক্তিবর্গের নিকট হয়তে জানাযায় এই বাড়িও জমি রাশিদা ক্রয় সূত্রে মালিক তিনি দখলেও ছিলেন কিন্তু রাতের অন্ধকারে এই দোকান জমি দখল করে নেয় হামিদ দেওয়ান। দোকানের ভাড়াটিয়ারা ও জানান এই দোকান জমির মালিক রাশিদা, রাশিদার দেওয়া পূর্বের ভাড়াটিয়া দের বের করে দিয়ে হামিদ দেওয়ান ক্রয় সূত্রে মালিক দাবি করে আমাদের কাছে ভাড়া দেয়।এখন জমির আসল মালিক আসছে তাই আমরা দোকান ছেড়ে দিচ্ছি। রাশিদার জমি তিনি ফিরে পায় যেনো তাই আমরা দোকান ওনাকে দিয়ে দিচ্ছি।এই বিষয়ে ডালাস সিটি থেকে পাওয়ার নিয়ে বিক্রেতারা ও জানান হামিদ দেওয়ান 29/30/31 নং প্লট এর মধ্যে যা রাস্তার অপর প্রান্তে তিনি (হামিদ দেওয়ান)এই পাশে ২৪নং রাশিদার প্লট কিভাবে দাবি করেন।
এই বিষয়ে হামিদ দেওয়ানের কাছে জানতে চাইলে তিনি ওতার সহযোগী তার মেয়ের জামাই বলেন ডালাস সিটি একই জমি একাধিকবার বিক্রি করেছেন সেই সুত্রে আমিও ক্রয় করেছি আমার ও দলিল আছে তিনি বলেন রাশিদা যদি আদালতের মাধ্যমে তার বাড়ি দখল করে নিতে পারে নিবে আমি দখল ছাড়বো না।এই বলে হামিদ দেওয়ান তার বক্তব্যে এড়িয়ে যান।