

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
চট্টগ্রামের পটিয়া পৌরসভার আদালত রোডে জমিদার কর্তৃক পূর্বের ভাড়াটিয়াকে দোকান না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ী নেতৃবৃন্দ। (২০ ফেব্রæয়ারী) রবিবার পটিয়া সুপার মার্কেটের মালিক তার পূর্বে ভাড়াটিয়া দোকানদার কবির আহমদকে চুক্তিমোতাবেক নতুন মাকের্টে দোকান বরাদ্দ না দেওয়ার এই মানববন্ধন পালন। আদালত-খাসমহল রোড ব্যবসায়ী সমিতি’র সভাপতি মোহাম্মদ আইয়ুব আলী’র সভাপতিত্বে ও ব্যাবসায়ী মো: আলমগীর আলমের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন পটিয়া উপজেলা দোকান মালিক সমিতি’র সভাপতি হাজী এমএ ইউসুফ। অন্যান্যদের বক্তব্য রাখেন, ব্যবসায়ী নেতা জামাল উদ্দিন, দিদারুল আলম, পটিয়া আদালত ও খাসমহল রোড় ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক
হারুনুর রশিদ, কামাল উদ্দিন, ছিদ্দিক আহমদ, আজগর দিদারুল আলম, জাফর ইসলাম, রাকীব হাসান, কবির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ১ সপ্তাহের মধ্যে পটিয়া সুপার মাকের্টের মালিক ভাড়াটিয়া দোকানদার কবির আহমদকে তার চুক্তি মোতাবেক দোকান বুঝিয়ে দেওয়ার আহবান জানান। অন্যতাই ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন।