

আবদুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টারঃ-
পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই সড়কের কাজীরহাট বাজারের দক্ষিণ পাশে অটো উল্টে গিয়ে নদীতে পরে যাওয়ার ঘটনাটি ঘটে ২০/০২/২০২২ ইংরেজি তারিখ সময় সন্দা সাত ঘটিকায়।
বেটারী চালিত অটো উল্টে আহত সবুল চন্দ্র দাস, সারিতখালী, ইটবাড়িয়া ইউনিয়ন, পটুয়াখালী সদর ও তার আত্মীয় সহ অটোতে ছিলো আরও পাঁচজন এদের মধ্যে আহত হলো মোট তিন জন,আহতদের স্থানীয় জনগন প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে পাঠিয়ে দেন। এরা তার এক আত্মীয় বাড়ীতে বউ ভাতের অনুষ্টানে বিঘাইতে গিয়েছিলো নিজ বাড়িতে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পথিমধ্যে দুর্ঘটনাটি ঘটে।
এ-বিষয় স্থানীয় জনগন দাবি করেন রাস্তা না হওয়াতে এধরণের ঘটনা প্রতি নিয়তই হয়ে আসছে যেমন মানুষ যাতায়াত,মালামাল আদান-প্রদান চিকিৎসা সহ নানা মুখি সমস্যা,রাস্তাটির জন্য বিভিন্ন বাজার জাত করতে বিঘ্নঘটে এতে করে চাযীরা ও বিপাকে এবং উন্নয়নে ও বিগ্ন হচ্ছে। স্থানীয় জনগন ও জন-প্রতিনিধিরা, সরকার সহ সকল উপর মহলের কাছে জোর দাবি জানান যাতেকরে এই চরম দুভাগের হাত থেকে রেহাই পেতে বাধঘাট টু বড়বিঘাই রাস্তাটি অতি সিগ্রই কাজটি করা হোক।