

মোঃ ফরহাদ মিয়া, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রয়াত বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়েজ আহমদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যা ৬ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই- হাসান তুহিনের সভাপতিত্বে ফয়েজ আহমদের পরিচয় তুলে ধরেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাভোকেট মু. আবুসাঈদ সোহান।
এতে আলোচনা করেন – জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড শ. ম. কামাল হোসেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড হামিদা খাতুন, নারায়ণগঞ্জ সমাজ অনুশীলন কেন্দ্রের সমন্বয় রঘু অভিজিৎ রায়, সরকারি হরগঙ্গা কলেজের সহযোগী অধ্যাপক লেখক শফীকুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মু. আবুসাঈদ সোহান, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিব রহমান, কবি জাকির সাঈদ, পত্ন-গবেষক গোলাম আশরাফ খান উজ্জ্বল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দার জনি, সাংবাদিক তানজিল চাকলাদার, সাংবাদিক নাদিম হোসাইন, সাংবাদিক জুয়েল রানা, কবি অনু ইসলাম।
আরও উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রতন, ক্রীড়া সম্পাদক সুজন পাইক, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা, আইসিটি সম্পাদক সাজ্জাদ হোসেন, মোঃ ফরহাদ মিয়া, আরাফাত হোসাইন সাকিব, কায়সার সামির প্রমুখ।