

টিটু সরকার, গাজীপুরঃ
২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর বনানী প্রগতি সংঘের মাঠে চাঁদনী বহুমুখী সাংস্কৃতিক সংঘের প্রধান উপদেষ্টা আবু সাঈদ কামাল বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন। আজ ২১শে ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ টায় অনুষ্ঠিত এ মহতি অনুষ্ঠানে রাজেন্দ্রপুর আঞ্চলিক কমান্ডের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁদনী বহুমুখী সাংস্কৃতিক সংঘের উপদেষ্টা জজ মিয়া শেখের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রাজাবাড়ি মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদসহ রাজেন্দ্রপুর আঞ্চলিক কমান্ডের মুক্তিযোদ্ধাগণ, রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আসকর মাষ্টার, রাজাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন খান, রাজাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক বাবর আলী, গাজীপুর জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম শিমুল, রাজাবাড়ি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মনিরা পারভীন, শ্রীপুর উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি শাহআলম সরকার, রাজাবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আমীর উদ্দিন ফকির, রাজাবাড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা আকরাম হোসেন, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান শেখ প্রমুখ সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দসহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে চাঁদনী বহুমুখী সাংস্কৃতিক সংঘের প্রধান উপদেষ্টা আবু সাঈদ কামাল বীর মুক্তিযোদ্ধাদের পবিত্র কুরআন শরীফ, জায়নামাজ, টুপি, তসবি, উপহার দেন। রাজাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মনিরা পারভীনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের একটি করে লাঠি উপহার দেন। পরে রাজেন্দ্রপুর আঞ্চলিক কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণের পক্ষ থেকে কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির চাঁদনী বহুমুখী সাংস্কৃতিক সংঘের প্রধান উপদেষ্টা আবু সাঈদ কামালকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট উপহার দেন।