

মোঃ আল-মুকিদ মাহি
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায়।
দিবসটির প্রথম প্রহরে ১২.০১ মিনিটে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল অর্পন করেন এবং সে সময় উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন জেলা কমিটির সভাপতি মোঃ মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি- সাকীফ আল সাকিব,সাধারণ সম্পাদক- মোঃ আল-মুকিদ মাহি।
যুগ্ম সাধারণ সম্পাদক – মোঃ তারেক রহমান ও মোঃ মাজেদ রহমান। মোঃ জমিরুল হাসান, মুন্না, মারুফ, সুজন, রিপন ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার। অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে সে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন।
১৯৫২ সালের এদিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসকগোষ্ঠির চোখ-রাঙ্গানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসেন।
মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শংকিত করে তোলায় সেদিন ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।
দিবসটি পালন উপলক্ষে জাতীয় অনুষ্ঠানের সাথে সঙ্গতি রেখে বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠান, জেলা ও উপজেলা প্রশাসন, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।
ফুল অর্পন শেষে আমাসুফ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি – মোঃ মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক – মোঃ আল-মুকিদ মাহি যৌথভাবে বলেন, আমরা আমাসুফ কর্মীরা সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকব, সরকারের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতা করব, জাতিসংঘের দেওয়া নির্দেশনা যথাযথ ভাবে পালন করে যাব ইনশাআল্লাহ।