

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
এসো ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের দুখের শেষ নাই, সেই অসহায় মানুষের পাশে দাড়াতে সাহসী মানুষ চাই। এই উপপাদ্যকে সামনে রেখেই ২১ ফেব্রুয়ারী সোমবার মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোক হেলথকেয়ার এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান হোসেন নিজ অর্থায়ণে ঘাটাইল উপজেলার প্রায় ১হাজার গরীব অহায় দুঃস্থদের ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করেন। তিনি বিগত করোনা কালীন সময়ের শুরু থেকে এখন পর্যন্ত ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরীব অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য, বস্ত্র এবং ফ্রি চিকিৎসা সেবা সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসায় সহায়তা প্রদান করে আসছেন। ঘাটাইলের আলোক হেলথকেয়ার এন্ড হাসপাতালে তিনি প্রতিদিন ২০জন করে রোগী ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছেন। তার নিজ জন্মস্থান ঘাটাইলের রসুলপুরসহ প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিভিন্ন গ্রামকে তিনি শহরে পরিনত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের কাছে লোকমান হোসেন একজন মানবসেবার অগ্রদূত হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি সাধারণ মানুষের পাশে থেকে সারাজীবন সেবা করে কাটাতে চান। সদা হাস্যজ্জল মানুষটি মানুষের চিকিৎসা সেবা করেই সারা জীবন কাটিয়ে দিবেন এমনটাই জানিয়েছেন তিনি। সোমবার ২১ফেব্রুয়ারী তার নিজস্ব সেবা কেন্দ্রে প্রেসক্লাব মধুপুর এর সভাপতি আঃ হামিদ,সাধারণ সম্পাদক বাবুল রানা ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল কবীরের সাথে একান্ত সাক্ষাৎকালে তিনি এ-সব কথা বলেন। তিনি আরও জানান, আজকের এই দিনে যারা বুকের তাজারক্ত দিয়ে আমাদের মাতৃভাষাকে অক্ষুণ্ণ রেখেছে তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করার জন্যেই আজ ঘাটাইল উপজেলায় ১হাজার এবং ঢাকায় ১হাজার সর্বমোট ২হাজার হতদরিদ্র নিম্ন আয়ের মানুষকে ফ্রি চিকিৎসা প্রদানের ব্যবস্থা করেছি। নিম্ন আয়ের মানুষ যারা টাকার জন্য ঢাকা ময়মনসিংহ শহরে চিকিৎসা নিতে পারেন না তাদের জন্য তিনি তার ঘাটাইল আলোক হেলথকেয়ার এন্ড হাসপাতালে নামে মাত্র খরচে বিভিন্ন অপারেশন সহ নানাবিধ চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন। চিকিৎসা সেবা থেকে মানুষ যাতে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে আলোক হেলথকেয়ারে ২৪ ঘন্টাই জরুরি সেবা চালু রেখেছেন। ভাষা শহীদদের আত্মার শান্তির লক্ষ্যে আজ তিনি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় নগদ অর্থ প্রদান করেন। চিকিৎসা সেবা সহ বিভিন্ন সহযোগিতার জন্যে তিনি সকল শ্রেণির মানুষের কাছে একজন সাদা মনের মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন।