

রিপোর্টার হাওড়া থেকে প্রদীপ ও শম্পা দাস:
আবারো প্রতিবাদীর উপরে হামলা এবং বাস ড্রাইভারকে মারধরের ঘটনা। বেলা তিনটে ত্রিশ নাগাদ হাওড়া ময়দান থেকে ডায়মন্ড পার্কের একটি মিনিবাস, যখন ময়দান বাস স্ট্যান্ড ছেড়ে হাওড়ার দিকে যাচ্ছিল, তখন 2 সাইকেল-আরোহী তাদের বাসে জোর করে লাথি মারে ,ড্রাইভার তাদের কাছে জানতে চাইলে কি কারণে মারছে লাথি, বাস ড্রাইভার প্রতিবাদ করে এবং সাথে সাথে সাইকেল-আরোহী দুজন বাসে উঠে ড্রাইভারকে মারতে থাকে। মারের চটে ড্রাই ভারের মাথা ফেটে যায় এবং গোটা গা রক্তে ভেসে যায়, নাম দিলীপ সিং হাওড়ার মল্লিক ফটকের কাছে বাড়ী, দূর থেকে ওই বাসের কন্টাকটার মিহির কামার দেখতে পেলে, তিনি ছুটে গিয়ে এলাকার ট্রাফিক পুলিশকে খবর দেন। সাথে সাথেই পুলিশ এসে ড্রাইভারকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং চিকিৎসা করান , ওই দুইজন সাইকেল আরোহীর মধ্যে একজনকে ধরে ফেলেন এবং পুলিশ তাকে থানায় নিয়ে যাওয়া হয়, কি কারণে এরকম একটা ঘটনা ঘটল পুলিশ তদন্ত করে দেখছে , বাসের ড্রাইভার দিলীপ সিং আপাতত সুস্থ আছেন, কোনরকম অশান্তি আর হয়নি, তবে আবার প্রমান করে দিল, নিরাপত্তা সাধারণ মানুষের কাছে অভাব, রাস্তায় বেরোলে এই ধরনের ঘটনা সাধারণ মানুষকে মনে করিয়ে দেয়, কারণ যে কোন কারনেই ঘটে যাচ্ছে, দিনের আলোয় মানুষজনের সামনে ঘটনাগুলো, ।