

মোঃ আজিজুল হক নাজমুল
স্টাফ রিপোর্টারঃ
১৯শে ফেব্রুয়ারী ২০২২ইং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার উপহার শীতার্ত মানুষের মাঝে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
কুড়িগ্রামে জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান শাহিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান এর সঞ্চালনায় বিজয স্তম্ভে চত্বরে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও রংপুর বিভাগের দাযিত্বপ্রাপ্ত শামীম শাহারিয়ার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, কেন্দ্রীয় কমিটির উপ যুব ও ক্রীড়া বিষয়ক জসীমউদ্দীন মাতব্বর, কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, এ সময় জেলা আওযামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ লোবান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু, সদস্য খ. ম আতাউর রহমান বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।