

আবদুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টারঃ-
পটুয়াখালী জেলার দুমকি থানাধীন লেবুখালী-পায়রা ব্রিজের উত্তর পাশ হতে অবৈধ গাঁজাসহ আসামি খলিল গাজিকে পুলিশ ২২/০২২০২২ ইংরেজি তারিখ বিকাল ১৮.০৫ ঘটিকার সময় আটক করেন। আটক কালে তার সাথে ৩.৫ কেজি গাঁজা পাওয়া যায়,তাহা জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং আসামিদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
পটুয়াখালী জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার, পটুয়াখালী মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ),পটুয়াখালীর তদারকিতে ২২/০২/২০২২ তারিখ আনুমানিক ১৮.০৫ ঘটিকার সময় এস আই(নিঃ) মোঃ আলী হোসেন, এসআই (নিঃ)/রাজিব,এস আই মোঃ কামরুল ইসলাম, সঙ্গীয় এএসআই/রমিজ, এএস আই মেহেদী হাসান ও ফোর্সসহ দুমকি থানাধীন পাগলার বাজারে অবস্থান করে গোপন সংবাদের ভিত্তিতে লেবুখালী-পায়রা ব্রিজের উত্তর পাশ হতে অবৈধ মাদক গাঁজাসহ আসামি খলিল গাজি (৩৫), পিতা-মৃত রফেজ গাজি নিকট হতে ০২ পোটলা গাজা যাহার ওজন ৩.৫ কেজি জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।