

মোঃ ফরহাদ মিয়া, মুন্সীগঞ্জঃ
বিশ্ব স্কাউট’স প্রতিষ্ঠাতা রবার্ট স্টিভেন্সন লর্ড ব্যাডেল পাওয়েল অব গিলওয়েল (বি.পি) এর ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন করেছেন সরকারি হরগঙ্গা কলেজের রোভার শাখা।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সরকারি হরগঙ্গা কলেজ রোভার স্কাউটের সভা কক্ষে এ জন্মবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা এবং বৃক্ষরোপন করা হয়েছে।
সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও রোভার আরএসএল মুন্সী সিরাজুল হক সভাপতিত্বে ও আর এম নুপুর আক্তার সঞ্চনালয় এ আলোচনা সভায় প্রধান অতিথি সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাই তালুকদার, বিশেষ অতিথি উপাধ্যক্ষ প্রফেসর খান রফিকুল ইসলাম, গার্লস ইন রোভারের আর এসএল ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নিশাত নাহার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সহযোগী অধ্যাপক্ষ হুমায়ূন কবির, বাংলা বিভাগের সহযোগী অধ্যক্ষ আব্দুল হামিদ মোল্লা ও শামীমুর রহমান উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন- সরকারি হরগঙ্গা কলেজের সাবেক রোভার স্কউটস ও সাংবাদিক মোঃ ফরহাদ মিয়া, গার্লস ইন রোভার দলের এস আর এম নির্জনা আক্তার, এস আর এম মোঃ সাইফুল ইসলাম ও রাইয়ান হাসান, বিপ্লব,আলিফ, পিয়াস,সিজান,আখি,আয়েশা প্রমুখ।
এসময় অতিথিরা বলেন- রোভারে প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েন অব গিলওয়েল জীবন কাহীনি ও জীবন বৃত্তন্ত সম্পর্কে বলেন।