

পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ-
চট্টগ্রামের পটিয়া উপজেলা কর্মরত দেশের বিভিন্ন ঔষধ কোম্পানির এরিয়া ম্যানেজার এবং রিপ্রেজেন্টেটিভদের সংগঠন ফার্মাসিটিক্যাল রিপ্রেসেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর উদ্যোগে ফারিয়া ফার্মা প্রিমিয়ার লিগ 2021 গত ১৯ ফেব্রুয়ারি ফাইনাল খেলার মধ্যে দিয়ে সম্পন্ন হয়। প্রিমিয়ার লীগে ৫ টি দল অংশগ্রহণ করে। ফাইনালে মর্নিং সান এবং ফার্মা এক্সপ্রেস অংশগ্রহন করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে ১-০ গোলে ফার্মা এক্সপ্রেস চ্যাম্পিয়ন হয়। ফার্মা এক্সপ্রেসের টিম ম্যানেজার ছিলেন হেলান মাহমুদ শিপন এবং দলের ক্যাপ্টেন এর দায়িত্ব পালন করেন ডাক্তার মিজানুর রহমান। মর্নিং সানের ক্যাপ্টেন ছিলেন আব্দুর রাজ্জাক এবং ম্যানেজারের দায়িত্ব পালন করেন জিয়াউর রহমান। উল্লেখ্য পটিয়ায় ফারিয়ার সদস্য সংখ্যা ১২০ জন। বিভিন্ন কোম্পানিতে কর্মরত কর্মকর্তাদের এই সংগঠনটি নিজেদের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছে। তাছাড়া সংগঠনের সদস্যরা বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন।
গতকাল একুশে ফেব্রুয়ারি ফারিয়ার সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাফেল ড্র এবং পরিবারের সদস্যদের অংশগ্রহণে ডিনার পার্টির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারিয়ার সভাপতি আবদুল আউয়াল এবং সঞ্চলানায় ছিলেন ফারিয়ার সেক্রেটারী রুবেল রহমান রাতুল। পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে চিকিৎসক ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি এ,টি,এম,তোহা এবং সাংবাদিক মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।