

এ কে এম রেজাউল করিম,
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাবেক সভাপতি ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সৈয়দ খায়রুল ইসলাম, ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যাল কলেজ শাখার সাবেক সাধারন সম্পাদক মো. রানা হামিদ, সাতৈর ইউনিয়ন যুগ্মসাধারন সম্পাদক হাসান মোল্যা, বিশিষ্ট পাট ব্যবসায়ী আবুল কালাম আজাদসহ অন্যান্য নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধ। বুধবার (২৩.০২.২২) বিকেলে সাতৈর বাজারে মাঝকান্দী ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উপর মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাতৈর বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ শাহিদুর রহমান সজল বলেন, কবির শেখ বাদি হয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। ওই ছেলেটার নামে থানায় চুরি, মারামারিসহ ৫-৬টা মামলা রয়েছে। সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাহিত্য সম্পাদক সৈয়দ জালাল আহমেদ, আওয়ামী লীগের প্রচার সম্পাদক সানোয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম রাজনু, উপজেলা যুব লীগের আহবায়ক কমিটির সদস্য সৈয়দ গালিবুর রহমান তানিন, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. আওয়াল হোসেন প্রমুখ। সম্প্রীতি ২১ শে ফেব্রুয়ারি সাতৈর ইউনিয়নের কামারহাটি গ্রামের মো. কুদ্দুস শেখের ছেলে কবির শেখ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেন। এ মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যহার করে সঠিক তদন্ত করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তার দাবি জানান।