

শরিফ মিয়া জামালপুর,,,
জামালপুরের ইসলামপুরে চরপুটিমারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি বসতঘর ও ২টি গরু পুড়ে ছাই হয়েছে । ঘঠনাটি আজ শনিবার ভোর ৪টার সময় গোয়ালঘর অগ্নিকাণ্ডের সূত্রপাট ঘটেছে। মূর্হুতের মধ্যে আগুন দুটি বসতঘরে ছড়িয়ে পড়লে স্থানীয়দের ডাক চিৎকারে এলাকাবাসী প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মোশারফ জানান, আমার জমিন বেচার ৫ লাখ টাহা আছিলো, টাহা সহ ধান চাল বিছানা সহ যা আছিলো সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন পথে পড়ে গেছি আমার সব শেষ হয়ে গেছে আমি সরকারী ভাবে সহযোগিতা চাই। স্থানীয় ১নং ওয়ার্ডের মেম্বার আসাদুজ্জামান (সোহাগ) জানান , ২টি গরু এবং বসতঘর নগদ টাকা সহ পড়ে প্রায় ১৫ লক্ষটাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। অগ্নিকাণ্ডের ঘঠনাটি নিয়ন্ত্রন হওয়ার পর, ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত রোকনুজ্জামান খান( রোকন) মহোদয়কে মোবাইলে ফোনে বিষয়টি জানালে ইউএনও মহোদয় এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.নাসের বাবুল সহ অগ্নিকাণ্ডের ঘঠনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ টাকা সহ চাল কাপড় শাড়ি ইত্যাদি দিয়ে সহযোগিতা করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত রোকনুজ্জামান খান( রোকন) সরকারী ভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।