

মোঃ এনামুল হক গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ ইউনিয়নের (২) দুই নং ওয়াডের স্ব- ঘোষিত কৃষকলীগ নেতার বাড়ীর পার্শ্বে সরকারী টাকা নয় ছয় করে নির্মিত অবৈধ রাস্তার ইট তুলে নিলো ঠিকাদার। ইট তুলার ঘটনা ঘটেছে ( ২৫ ফেব্রুয়ারি) শুক্রবার দুপুরে উপজেলার শিমুলতলা গ্রামে।জানান যায়, ওই গ্রামের কৃষকলীগ নেতা পরিচয় দান কারী সুর্যত আলী রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাকা রাস্তা সংলগ্ন তার বাড়ীর দু’পাশে তিনটি ইট সলিং রাস্তা নির্মান করেন। এ ভাবে রাস্তা নির্মান করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় এলাকাবাসীরা জানায়, এলাকায় বহু জনগুরুত্ব পূর্ন রাস্তা থাকার পরও ওই ভুয়া পরিচয় নামধারী নেতা তার বাড়ীর দুই পাশে তিনটি রাস্তা নির্মান করেন। এদিকে কাওরাইদ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ কামাল পারভেজ এর সাথে মোটু ফোনে কথাবলে জানাযায় সূর্য ত আলী
নামে ২ নংওয়াডে কোন কৃষক লীগের সভাপতি, সাধারন সম্পাদক বা কোন সদস্য ও নাই সরকারী টাকা নয় ছয় করে তিনটি রাস্তা নির্মানের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। শুক্রবার দুপুরে রাস্তার ঠিকাদার প্রকল্প ভুক্ত লেয়াকত আলী মেম্বারের বাড়ী থেকে নুর মোহাম্মদের বাড়ী পর্যন্ত অংশের রাস্তা রেখে বাকী অংশটুকুর ইটা তুলে নেন।এব্যাপারে সুর্য্যত আলী বলেন, আমি সরকারী ভাবে রাস্তা পেয়েছিলাম। ঠিকাদার আমার রাস্তার ইট তুলে নিয়েছে। আমি অনেক অনুরোধ করার পরও শুনলনা।উপজেলা প্রকৌশলী এ.জেড.এম রফিকুল আহসান জানান, বিধি মোতাবেক সরকারী রাস্তা নির্মান করা হয়েছে। প্রকল্প ভুক্ত এলাকার বাইরের রাস্তা তুলে নেওয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। সেই অনুযায়ী ঠিকাদার ব্যবস্থা নিয়েছে।