

বাকেরগঞ্জ প্রতিনিধি।।
সংবাদ এর পিছনে যার অবিরাম ছুটে চলা, নেশা,পেশা যার সাংবাদিকতা।
সেই ২৬ বছরের আজন্ম তরুন খান মেহেদী !
সময় এক্সপ্রেস নিউজের বার্তা সম্পাদক খান মেহেদীর আজ শুভ জন্মদিন। জন্মদিনে নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার খান পরিবারে তার জন্ম।
খান মো:মেহেদী ছোট বেলা থেকেই নতুন কিছু করার চিন্তা ছিলো।গান কবিতা ক্রিকেট ফুটবল অভিনয় লেখালেখি এসব দিকে বেশি মনোযোগ ছিলো তার।
যতটুক লেখাপড়া করেছেন তাতে ভালো চাকুরী করার সুযোগ থাকা স্বত্তেও সমাজের মানুষের জন্য কিছু করার জন্য ই মূলত এই পেশায় আসেন তিনি। কারণ তিনি মনে করেন, সাংবাদিকতার মাধ্যমে মানুষের উপকার করার অনেক সুযোগ আছে।
২০১৪ সাল থেকে সাংবাদিকতায় পেশায় পথ চলা। ছোট বেলা থেকে গান এবং মঞ্চ নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়াও বর্তমানে তিনি সময় এক্সপ্রেস নিউজের বার্তা সম্পাদক ও যমুনা প্রতিদিনের স্টাফ রিপোর্টার, তারুণ্যের আলোর স্টাফ রিপোর্টার,দৈনিক নড়াইলের কন্ঠর স্টাফ রিপোর্টার,বরিশাল রূপান্তরের স্টাফ রিপোর্টার, দৈনিক জৈন্তা প্রকাশের স্টাফ রিপোর্টার,দৈনিক মুক্তিযুদ্ধ ৭১সংবাদের স্টাফ রিপোর্টার হিসেবে অনেক বছর ধরে সুনামের সাথে কাজ করে আসছেন।
উল্লেখ্য সাংবাদিকতার জন্য তিনি অনেকবার মামলা হামলার শিকার ও হয়েছেন তিনি সাংবাদিক অধিকারে ভূমিকা রাখায় বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বাকেরগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক হিসেবে নিজের অবস্থান তৈরি করে নেন এবং সমজিক মানবতার অঙ্গনে তার অবদান কম নয় এর জন্য তিনি সামাজিক অসমতার সংগঠন জাগ্রত তারুণ্যের ভরপাশা ইউনিয়ন ইউনিটের সভাপতির পথ দখল করে নেন এছাড়াও অরাজনৈতিক মানবসেবা সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জে ২০১২সাল থেকে কাজ করে আসছেন ছাত্র ইউনিয়ন থেকে আজ তার অবস্থান পরিচালনা পরিষদের সদস্য হিসেবে এবং বিনোদনধারার রিপোর্টার থাকাকালে বিনোদধারার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি এবং তার অভিনীত নাটক এবং শর্ট ফিল্মের সংখ্যাও অনেক তারমধ্যে উল্ল্যেখযোগ্য এলাকার বড় ভাই ঘুম সাজ্জাদ, অসহায় রিকশা চালক, সততা ট্রাভেলস এজেন্সি, বাটপার ভিখারি, সোনার চেয়ে পেঁয়াজের দাম বেশি লবণ ওয়ালা পিঁয়াজুল এবং বেইমান এর শেষ পরিণতি নয়া দামান ইত্যাদি।
সাংবাদিকদের একটি সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
তারুণ্যদীপ্ত সংবাদকর্মি খান মেহেদী এর শুভ জন্মদিনে, নিরন্তর শুভকামনা। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।