

মোঃ ফরহাদ মিয়া, মুন্সীগঞ্জঃ
সমাজ গড়বো,গড়বো দেশ স্বেচ্ছাসেবীর বাংলাদেশ, চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে এ সোগ্লানকে সামনে রেখে স্বেচ্ছাসেবীর সংগঠন দ্যা হেলমেটে প্লাটফর্মের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিন ব্যাপী চলো-পেট ভরে ২ টাকার দুপুরের খাবার খাই। কর্মহীন, ভাগ্যবঞ্চিত মানুষের জন খাবারে আয়োজন অনুষ্ঠান সম্পন্ন শেষ হয়েছে।
গতকাল সোমবার মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৭ দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে কর্মহীন, ভাগ্যবঞ্চিত মানুষের জন্য দুপুরের খাবারের আয়োজন সফলভাবে শেষ হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে। প্রতিদিন সাড়ে ৩০০ থেকে ৪০০ মানুষের খাবার আয়োজন ছিল। দ্যা হেলমেট প্লাটফর্মের প্রধান সমন্বয়ক রুনা আক্তার ছোঁয়া নেতৃত্বে গত ১৪ই ফেব্রুয়ারি দ্যা হেলমেট প্লাটফর্মের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ ডিসি পার্কের সায়লা ফারজানা মঞ্চে পথ শিশুদের নিয়ে কেক কেটে এবং পথশিশুদের খাবারের মাধ্যমে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। পরে ২৫ ফেব্রুয়ারি সন্ধায় সংগঠনটি যারা সংগঠনকে সহযোগীতা ও পৃষ্ঠপোষকতা করেছে, তাদেরকে ব্যাচ পরিধান ও ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়। দ্যা হেলমেট প্লাটফর্মের প্রধান সমন্বয়ক রুনা আক্তার ছোঁয়া সভাপতিত্বে অনুষ্ঠানটিতে ঐকান্তিক সহযোগীতায় জন্য সম্মাননা গ্রহণ করেন সদর উপজলোর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, মুন্সীগঞ্জ পৌরসভাকে আধুনিকায়ন করায় আজীবন সম্মাননা ও শেষ্ঠ মেয়র সম্মাননা গ্রহণ করেন পৌর মেয়র মো.ফয়সাল বিপ্লব, আইটি সেক্টরে বিষেশ অবদান রাখায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির সহকারী অধ্যাপক তানভীর হাসান জোহা, সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা গ্রহণ করেন এপেক্স বাংলাদেশের সাবেক লাইফ গভর্নর অভিজিৎ দাস ববি, দ্যা হেলমেট প্লাটফর্মের পাশে সর্বদা সার্বিক সহযোগীতার জন্য সম্মাননা গ্রহণ করেন সোনারং টঙ্গীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, ও আরও চার জনকে সম্মাননা দেওয়া হয়। এই সংগঠনটির আরও সহয়োগীতা করেন- মেসার্স জে.এম. কর্পোরেশনের চেয়ারম্যান হাজী মো. গোলাম মোস্তফা, জাতীয় শ্রমিকলীগের আহবায়ক মো. আক্কাস আলী,সরকার রিয়েল এস্টেট লিমিটেরে ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম সরকার, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. খায়রুল ইসলাম প্রমুখ। দ্যা হেলমেট প্লাটর্ফমের সেচ্ছাসেবক- পিংকি আক্তার, মোঃ রিয়াজ হাসান, শান্তা, আল-আমিন, রায়হান, কারিনা,আফজাল কনিকা ও অন্যান নেতৃত্ববৃন্দ্র উপস্থিত ছিলেন।