

গাজীপুর প্রতিনিধি :
অপরাধ জগতের সদস্য ভূমিদস্যুরা, তাদের অপকর্মে নিঃস্ব সমাজের নিরীহ মানুষ। কাদের ছত্র ছায়ায় ভূমিদস্যুদের এতো ক্ষমতা? সংবাদ সম্মেলনে এমনটাই বলছিলেন জমির মালিক অবসরপ্রাপ্ত সৈনিক রফিকুল ইসলাম রাজু নামে এক ভুক্তভোগী।
গতকাল বিকেলে শ্রীপুর উপজেলার সীমান্তবর্তী ময়মনসিংহ জেলার ভালুকা থানার কাশর গ্রামে নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন মৃত আঃ রশিদের ছেলে রফিকুল ইসলাম রাজু।
এ সময় তিনি বলেন, আমার পিতা মৃত্যুর পর আমিসহ আমার অপর তিন ভাই ও দুই বোন পৈত্রিক ও খরিদ সূত্রে জমির মালিক হিসেবে নিয়মিত ভোগ দখল করে আসছি। কিন্তু গত এক বছর যাবত ভূমিদস্যু ইউরো টেক্সনিট ওয়ারের এমডি শহিদুল ইসলাম এর হুকুমে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মৃত সদর আলী ছেলে মো. ফারুক ও ভালুকা থানার কাশর গ্রামের সিরাজুল হক এর ছেলে হারুন অর রশীদসহ অজ্ঞাত আরো কয়েকজন ভূমিদস্যু সাথে নিয়ে আমাদের ভোগদখলীয় দুই মৌজায় ৭৩.২৫ শতাংশ জমি গ্রাস করার জন্য অন্যায় ভাবে পেশি শক্তির মাধ্যমে জমিতে মাটি ভরাট করে।
রফিকুল ইসলাম রাজু বলেন, আমাদের জমি মালিকের নামে রেজিঃ করিয়া না দিলে খুন জখমের হুমকি দেয়। রফিকুল ইসলাম রাজু বলেন, ধনুয়া মৌজাস্থিত সাবেক ২৭৩ ও এস.এ ৭১৮ আর.এস ৮১৩নং খতিয়ানসহ অন্যান্য দাগ খতিয়ানের জমি নিয়া বিজ্ঞ আদালতে পিটিশন মোকদ্দমা নং ১৯১/২০২২ চলমান আছে। উক্ত মামলায় বিজ্ঞ আদালত ১৪৫ ধারা নোটিশ জারি করেন। এই জমি শহিদুল ইসলামের হুকুমে ফারুক ও হারুন জবরদখলে লিপ্ত বলে জানান রফিকুল ইসলাম রাজু। এবিষয়ে সরেজমিনে জানতে গেলে শহিদুল ইসলামকে পাওয়া যায়নি। এবিষয়ে ভূমিদস্যু ফারুক ও হারুন এর কাছে জানতে চাইলে সংবাদ না করার জন্য অনুরোধ করেন ফারুক।