
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমানকে নির্বাচনের সময় সমর্থন না করার জেরে চেয়ারম্যানের লোকজন একই গোষ্টির ভোটার প্রভাষক মিজানুর রহমান ও তার পরিবারের উপর হামলা,মারধর ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী মিজানুর রহমান ও তার পরিবার।
সোমবার বিকালে ডাংধরা বিন্দুর চর নিজ গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভোক্তভোগী প্রভাষক মিজানুর রহমান ও তার পরিবারের লোকজন অভিযোগ করেন, সম্প্রতি ডাংধরা ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। নির্বাচনে প্রভাষক মিজানুর রহমান তার গোষ্টীর প্রতিবেশী নৌকার মনোনিত চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমানের পক্ষে নির্বাচন না করার কারণে জয়ী হয়ে চেয়ারম্যানের লোকজন তার বাড়িতে সোমবার সকালে হামলা করে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করেন। এছাড়াও তিনি সংবাদ সম্মেলনে অভিয়োগ করেন তাকে জরিয়ে নারী কেলেঙ্কারী নানান অপবাদ দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি গৃহবন্দী রয়েছেন। বাহিরে বের হলেই চেয়ারম্যানের লোকজন মারধর ও নানান হুমকি দিচ্ছে । বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভূগছেন। এসময় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে এর বিচার দাবী করেন।
অন্যদিকে এব্যাপারে ডাংধরা নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান জানান, এটি একটি পারি বারিক বিষয়। সে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। বিষয়টি তার বড়ভাইকে জানানো হয়েছে।