

রিপোর্টার শম্পা দাস ও সমরেশ রায়:
শ্রীশ্রী শান্তি হরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশনের প্রতিবাদ সভা, শান বিনা নোটিশে শান্তি সভা বাতিল করায়। শান্তি সভা বাতিল করায় উত্তাল হয়ে উঠল মতুয়া সংগঠনের ভক্তরা, এর প্রতিবাদে কলকাতা প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভা করলেন, ফাউন্ডেশনের কর্ণধর শ্রীমতী সুমিতা পদ্মার গুপ্তা মহাশয়া,যিনি মতুয়া পরিবারের একজন, রাত পোহালেই শান্তি সভা হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে শান্তি সভা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়লেন শ্রীমতী সুমিতা পদ্মার গুপ্ত মহাশয়া, কি কারণে বন্ধ করে দেয়া হলো তার সদুত্তর এখনো পাননি ,কিন্তু এই শান্তি সভা অনুমতি পাওয়ার পরে তিনি সমস্ত ভক্তদের আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন তারও কপি ছবি তুলে ধরলেন এবং ওই চিঠি সমস্ত ভক্তদের কাছে পৌঁছে গিয়েছে, শুধু তাই নয় শান্তি সভা করার জন্য সমস্ত বাস থেকে শুরু করে প্যান্ডেল এবং খাওয়ার ব্যবস্থা পর্যন্ত অর্ডার দেওয়া হয়ে গেছে কারণ ভক্তরা শুধু কলকাতা থেকে নয় জেলার বিভিন্ন জায়গা থেকে আসবে তাই তাদের জন্য এই ব্যবস্থা করা ভক্তরা দূর-দূরান্ত থেকে আস্তে শুরুও করেছেন ,এই মুহূর্তে শান্তি সভা বন্ধ করায় বিপাকে পড়ে গেলেন , তিনি বলেন বিনা নোটিশে কিভাবে শান্তি সভা বন্ধ করা যায় ,আমার জানা নাই , আমাকে শান্তি সভা করার জন্য যে লিখিত দরখাস্ত দিয়েছিলেন তার কপি আমি সম্মুখে তুলে ধরলাম ,এরপরেও দুদিনের মাথায় কি কারণে বন্ধ করা হলো তার জবাব এখনো দিতে পারেননি ,তাই আমরা আজ প্রেসক্লাবে ভক্তদের নিয়ে সভা করতে বাধ্য হয়েছি, ও মিডিয়া বন্ধুদের কাছে আমাদের আবেদন এটাকে তুলে ধরার জন্য, তবে যিনি বন্ধ করেছেন সেই সান্তনু ঠাকুরের নামে বহু অভিযোগ উঠে আসছে , ভোটের আগে যিনি এই মতুয়া পরিবারকে বহু কথা দিয়েছিলেন, তাদের পাশে থেকে কাজকর্ম করবেন, কিন্তু তাদেরকে হাতে করে বহু কিছু কাজ বেআইনি করেছেন বলে ভক্তরা জানালেন সভায়, এমনও বলেন ভক্তরা মেম্বার কার্ড করার জন্য 85 টাকা করে উনি আমাদের কাছ থেকে নিয়েছেন এবং কয়েক হাজার বললেও ভুল হবে প্রায় লাখের উপর কার্ডের টাকা নিয়ে এখনো পর্যন্ত কার্ড সবাইকে দিতে পারেননি এবং দেননি, শুধু তাই নয় তিনি মতুয়া সমাজ কে অপমান করছেন, এই শান্তি সভা না করতে দিয়ে ,তাহলে কি আমরা বুঝে নেব যে মন্দির কে নিয়েও রাজনীতি চালানোর চেষ্টা করছে, আমরা দৃষ্টিগোচর করতে চাই রাজ্য সরকারের কাছে এই প্রতিবাদ জানিয়ে, ভক্তবৃন্দরা বললেন যাকে আমরা মতুয়া মা বলে স্বীকার করেছি, যিনি 15 বছর ধরে আমাদের পাশে রয়েছেন ,কলকাতা থেকে দূর দুরান্তে পাড়ি দিচ্ছেন খবর পাওয়ার সাথে সাথে তাদের পাশে দাঁড়ানোর জন্য কারো বিপদে, যিনি ছোট ছোট বাচ্চাদের জন্য কম্পিউটার স্কুল বিনা পয়সায় করে দিচ্ছেন, জাতি ছোট ছোট বাচ্চারা শিখতে পারে ,কারো অসুখ হলে যিনি নিজে রাতে একা তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, এমনকি ঝড় বৃষ্টির জল উপেক্ষা করে যখনই যে ডাকছেন তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, আমাদের সুমিতা মা। তাই ভক্তরা জানালেন আমরা কখনোই এই রকম মেনে নেব না, যারা আমাদের মাকে অপমান করেছে, যিনি আমাদের শান্তি সভা বাতিল করেছেন তাকে জবাব দিহি করতে হবে, এবং পরিষ্কার জানিয়ে দেন কতদিন আমাদেরকে আটকে রাখবে একদিন মতুয়া সমাজ দেখবে মুসাইবা দলপতি দের মতে এই সুমিতা পদ্মার গুপ্ত হবেন আগামী দিনের ‘মা’। আর একটা কথা মনে করিয়ে দেন সবার দ্বারা আত্মত্যাগ করা সম্ভব হয় না যা আমাদের মাসুম ইতা পদ্মার গুপ্তা করে চলেছেন । তাদের মা জানিয়ে দিয়েছেন, আমি যতদিন তোমাদের পাশে আছি, শেষ দিন পর্যন্ত এই ভাবেই তোমাদের পাশে থাকব ,তোমরা পিছিয়ে পড়না ,চিন্তা করো না। ধৈর্য ধরো। মঞ্চে উপস্থিত ছিলেন নিখিল পোদ্দার, নির্মল বোস, ইন্দ্র নারায়ন বোস, পরিতোষ বিশ্বাস, সাধু গোঁসাই, অসীম বিশ্বাস, হিরণময় ,সজল বিশ্বাস সহ আরো অন্যান্য ভক্তবৃন্দ।