

মোঃ উজ্জল স্টাফ রিপোর্টার:
গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার টু মির্জাপুর রাস্তার নয়াপাড়া প্যারাগন সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে ট্রাকচাপায় নয়াপাড়া এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৩৯) নামের ডাক্তার নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে নয়টায় এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর থানার উপ- পুলিশ পরিদর্শক ইবনে সাউদ জানান, নিহত ডাক্তার সাইদুর রহমান এম.বি.বিএস, উপজেলার মির্জাপুর ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত এম.বি.বি.এস, ডাক্তার ছিলেন। কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বেপরোয়া গতিতে সামনের দিক থেকে আসা ট্রাক ঢাকা মেট্রো ট – ১৮-০৪৬৬ অটোরিকশায় ধাক্কা দিলে অটোরিকশায় থাকা ডাক্তার সাইদুর রহমান ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয় জনতা ট্রাকটি আটক করে। ঘটনার পর ট্রাক ড্রাইভার পালিয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।