

রিপোর্টারঃসৈয়দ সালমান হোসেন:
মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরদ্দীর চর গ্রামে এসএসসি পরীক্ষা জহিরুল ইসলাম সরদারকে খুনের ঘটনায় জড়িত অভিযোগে তার বন্ধু নূরুজ্জামান ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে তাকে ঢাকার শ্যামপুর থেকে গ্রেপ্তার করে মাদারীপুরে নিয়ে আসা হয়। এ সময় আসামীর কাছ থেকে নিহত জহিরুলের মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ।
জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, মহরদ্দির চর গ্রামের বারেক সরদারের ছেলে জহিরুল ইসলাম সরদার ও সালাম হাওলাদারের ছেলে নূরুজ্জামান ইসলাম তারা দুজনে বন্ধু। এই দুই বন্ধু বিভিন্ন সময় ভাড়াটে পতিতার সাথে যৌনসম্পর্ক স্থাপন করতো। জহিরুল কৌশলে নূরুজ্জামানের একটি অশ্লীল ভিডিও ধারণ করে তাকে মানসিকভাবে জিম্মি করে ফেলে। এরই জেরে এবং ওই ভিডিও উদ্ধারের জন্য নূরুজ্জামান গত ২৩ ফেব্রুয়ারি রাতে জহিরুলের সাথে তার শয়নকক্ষে থাকা অবস্থায় একটি ধারালো দা দিয়ে জহিরুলকে খুন করে তার মোবাইলটি নিয়ে পালিয়ে যায়। পরে জেলা গোয়েন্দা শাখা ও কালকিনি থানা পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে নেমে বুধবার ঢাকার শ্যামপুর থেকে নূরুজ্জামানকে গ্রেপ্তার করে। আসামী নূরুজ্জামান পুলিশের কাছে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার ইচ্ছা পোষণ করেছে। তাকে বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।