

রাকিবুল হাসান রকি,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর শিবচর উপজেলায় বাজারে সরবরাহ কমায় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। এক সপ্তাহ আগে খুচরা মূল্যে প্রতি কেজি পেঁয়াজের দাম ৩৫-৪০ টাকা হলেও বর্তমানে তা ৫০-৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ৫৫ টাকা কেজি দরে যা আগে ৪০ টাকা দরে বিক্রি হয়েছিল। এদিকে বেড়েছে পেঁয়াজের দাম,
পেঁয়াজের বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা।
বাংলাবাজারে পেঁয়াজ কিনতে আসা মাসুদুর রহমান বলেন, এক সপ্তাহ আগে পেঁয়াজ কিনেছি ৩০-৪০ টাকা কেজি, সেই পেঁয়াজ কিনতে হচ্ছে ৫০-৫৫ টাকা কেজি। আমরা স্বল্প আয়ের মানুষ। এভাবে যদি দাম বাড়ে তাহলে কীভাবে কিনে খাব। তাই দামটা যদি একটু কম হতো তাহলে আমাদের জন্য ভালো হতো।’
অপর ক্রেতা রুবেল হোসেন বলেন, ‘সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ দাম বেরে গেছে, দাম বাড়ার কারণে আমরা আগে যেখানে এক কেজি পেঁয়াজ ক্রয় করতাম, এখন সেখানে হাফ কেজি কিনছি।’
হোটেল মালিক রোমান বলেন, ‘আমার হোটেল ব্যবসা রয়েছে, হোটেলে প্রতিদিন আমার ৩-৪ কেজি করে পেঁয়াজ লাগত। কিন্তু এই দাম বাড়ার কারণে এখন দুই-আড়াই কেজি কিনে কাজ চালাতে হচ্ছে।’
কুতুবপুর মুন্সিবাজারের পেঁয়াজ বিক্রেতা শাহিন মিয়া বলেন, বিরূপ আবহাওয়া ও ঘূর্ণিঝড় জাওয়ার কারনে দেশের বিভিন্ন অঞ্চলে পেঁয়াজ উৎপাদন ব্যাহত হওয়ায় দাম বাড়ছে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, যদি কোনো পাইকারি বা খুচরা বাজারে কেউ ইচ্ছাকৃত বা সিন্ডিকেট করে দাম বাড়ায়, তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।