

আরিফা হক স্টাফ রিপোর্টার:
গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের পুরাতন ওয়াল অপসারণ, ওৎগ্রীণ রুম , ওয়াশ রুম এবং সিসিটিভি স্থাপনের দাবিতে রোববার বেলা সাড়ে ১২টায় ওই শহীদ মিনার প্রাঙ্গণে সংস্কৃতিকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এরপর সংস্কৃতি কর্মীরা গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এসব দাবি তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক কর্মীদের নিয়ে শহীদ মিনার সরেজমিনে পরিদর্শন করেন এবং তাদের দাবি বিবেচনা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এল এ) মামুন সরদার , গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার, অভিনয় শিল্পী সৈয়দ মোকছেদুল আলম (লিটন) , জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মজনু, ভাস্কর্য শিল্পী কুয়াশা বিন্দু, বিল্লাল হোসেন , খন্দকার রফিক, শেখ মামুন, ইসরাত কাকলি, অন্তরা ধনী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত শহীদ মিনারের সামনে পবিত্রতা রক্ষা ও নিরাপত্তার প্রয়োজনে জেলা প্রশাসন শহীদ মিনার মুক্ত মঞ্চের সামনে আরসিসি পিলার নির্মাণ কাজ শুরু করেন। এতে সাংস্কৃতিক কর্মকাণ্ড চালাতে বিঘ্ন ঘটবে আশঙ্কায় এর প্রতিবাদ জানিয়ে গাজীপুরের সাংস্কৃতিক কর্মীরা এই কর্মসূচি পালন করেন।