

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
পটিয়ায় প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছে। (৬ মার্চ) রবিবার বিকেল সাড়ে ৫টায় পৌরসভা ৯নং ওয়ার্ড উত্তর গোবিন্দারখীল হাদু চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মো: মাহফুজ মিঞা চৌধুরী (৩৮) ও নুরুল ইসলাম (৫৫)। এ ঘটনায় মাহফুজ মিঞা বাদী হয়ে পটিয়া থানায় প্রতিপক্ষ সাজ্জাদ হোসেন, নিজাম উদ্দিন, নাজিম উদ্দিনসহ অজ্ঞাতনামা ৮/৯ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানাযায়, প্রতিপক্ষে’র সাথে নুরুল ইসলাম গং এর সাথে বসত ভিটার সীমানা প্রাচীর নিয়ে বিরোধ দেখা দিলে স্থানীয়গন্যমান্য ব্যক্তিদের মধ্যস্থায় শালিসী বৈঠক হয়। এতে দু’পক্ষের মধ্যে জায়গা পরিমাপ করে আপোস মীমাংসা হয়। ৬ মার্চ বিকেলে বসত ভিটায় প্রতিপক্ষরা অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালমন্দ করলে এর কারন জানতে চাইলে প্রতিপক্ষরা মারধর ও হামলা চালায়। এ সময় ১নং বিবাদী তার হাতে থাকা চাকু দিয়ে বাদীকে আঘাত করলে বাম হাতে রক্তাক্ত জখম হয়। বাদী’র পিতা উদ্ধারে এগিয়ে আসলে তাকেও এলোপাতারি পিটিয়ে রক্তাক্ত জখম কওে, নগদ টকা ও মোবাইল চিনিয়ে নিয়ে যায়। তাদের শোরচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে প্রতিপক্ষরা মামলা হামলা ও প্রানের মারা হুমকি দিয়ে চলে যায়। পরে আহত অবস্থায় ্স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে অভিযোগ সূত্রে প্রকাশ।
এ ব্যাপারে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।