

মোঃ আকাশউজ্জামান শেখ
স্টাফ রিপোর্টার :
যথাযোগ্য মার্যাদায়
বাগেরহাটের রামপালে জাতীয় ৭ই মার্চ -২০২২ জাতীয় দিবস উদযাপন
করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রামপাল উপজেলা প্রশাসন নানা
কর্মসূচির আয়োজন করে। প্রথমে সকাল ৯টায় বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পন করা হয়। পুষ্পস্থবক অর্পন শেষে
উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামপাল
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন’র সভাপতিত্বে
আলোচনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা
পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। উক্ত আলোচনা সভায় বক্তব্য
রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাউদ্দিন দিপু, রামপাল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামছুদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার
শেখ মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ
মোতাহার রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারী
কর্মকর্তা কর্মচারীবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্রছাত্রীবৃন্দ।
এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন চিত্রাংকন প্রতিযোগিতা,
কবিতা আবৃতি, ৭ই মার্চের ভাষন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক
অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের
মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রামপাল সরকারী কলেজের প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ।